ঢাকা ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন শুক্রবার। দিনটি উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ১৮ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় সিলেট রেলওয়ে ষ্টেশনে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
.
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল ও সাধারণ সম্পাদক এড. দেবব্রত চৌধুরী লিটন অনুরোধ জানিয়েছেন। এছাড়াও সিলেটের সকল উপজেলায় শেখ রাসেল জাতীয় শিশু – কিশোর পরিষদের উদ্যোগে দিবসটি পালন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনিষ্ঠ ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী থাকাকালীন শেখ রাসেল বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের বেশিরভাগ সদস্যসহ নির্মমভাবে নিহত হন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech