ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : শেখ রাসেলের জন্ম বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা মৎস্যজীবী লীগের আলোচনা সভা ও শিরনি বিতরণ শুক্রবার রাত ৯টায় মোগলাবাজার ইউনিয়নের তেমুখী এলাকার সেলিম মিয়ার বাড়ীতে অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আহমদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা গুলজার আহমদ জগলু, জেলা মৎস্যজীবি লীগের সদস্য সেলিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি মনোরঞ্জন রাহা, সহ-সভাপতি গুলজার আহমদ, শওকত আহমদ, জয়নাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, প্রচার সম্পাদক নূর মিয়া, নূরুল ইসলাম, যুবলীগ নেতা মাহবুবুল আলম মজনু, সদস্য ময়নুল ইসলাম, রওশন আহমদ, চুনু মিয়া, মাহবুবুর রহমান নিশি, রঞ্জন রাম, মখলিছ মিয়া, মজনু মিয়া, লুৎফুর, সাবুল আহমদ, এমাজ উদ্দিন, আল আমিন প্রমুখ।
.
সভায় দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মৎস্যজীবীদের জীবন মান উন্নয়ন ও তাদের ন্যায্য দাবী আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে দেশের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের মৎস্যজীবীদের অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান। সভায় শেখ রাসেলের জন্মদিন স্মরণ করে সকল বক্তারা তাঁর বিদোহী আতœার মাগফেরাত কামনা করেন। পরবর্তীতে শিরনি বিতরণের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech