দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ নারী আটক

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদন : সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলার এমদাদ মিয়ার কলোনী থেকে ৪শ’গ্রাম গাঁজাসহ নাজমা আক্তার নাজু নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নাজমা ভার্থখলার আব্দুর রহমানের স্ত্রী।

.

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেন। আটক নাজমার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। এছাড়া এসআই মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর