ঢাকা ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ৯ কর্মকর্তার দায়িত্ব রদবদল করা হয়েছে। মঙ্গলবার এসএমপির উপকমিশনার (ট্রাফিক) মো. ফয়সল মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে তাদের দায়িত্বে রদবদল করা হয়।
.
এর মধ্যে চার্লি টেঙ্গো-৬ টিআই মো. মুহিবুর রহমানকে চার্লি টেঙ্গো-১ (প্রশাসন) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে চার্লি টেঙ্গো-১০, চার্লি টেঙ্গো-৩ টিআই মো. শরিফুল ইসলামকে চার্লি টেঙ্গো-২ ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে চার্লি টেঙ্গো-৫, চার্লি টেঙ্গো-৯ টিআই মো. বদিউল আমীন চৌধুরীকে চার্লি টেঙ্গো-৩, চার্লি টেঙ্গো-৮ টিআই মো. শওকত হোসেনকে চার্লি টেঙ্গো-৪, চার্লি টেঙ্গো-৭ টিআই নিখিল জীবন চাকমাকে চার্লি টেঙ্গো-৬, চার্লি টেঙ্গো-১১ (প্রসিকিউশন) টিআই মোহাম্মদ হানিফ মিয়াকে চার্লি টেঙ্গো-৭, চার্লি টেংগো-১ (প্রশাসন) টিআই মোহাম্মদ হাবিবুর রহমানকে চার্লি টেঙ্গো-৮, চার্লি টেঙ্গো-২ টিআই মো. আব্দুল মুকিতকে চার্লি টেঙ্গো-৯, চার্লি টেঙ্গো-৪ টিআই মো. সাইফুর রহমানকে চার্লি টেঙ্গো-১১ (প্রসিকিউশন)’র দায়িত্ব দেয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত দায়িত্ব পালনসহ সুষ্ঠু যানবাহন নিয়ন্ত্রণ ডিউটি তদারকির নির্দেশ প্রদান করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech