ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : পুলিশ প্রশাসনে আট কর্মকর্তাকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার এ কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- রাজশাহীর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. নিশারুল আরিফ, পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আমিনুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক সালেহ্ মোহাম্মদ তানভীর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ।
এছাড়া পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. হারুন-অর-রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, ঢাকায় পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এ জেড এম নাফিউল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজ পদোন্নতি পেয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech