ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : কক্সবাজারের আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি এ সঙ্কটের দ্রুত সমাধানে আরও কার্যকর উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সোমবার রোমে বিশ্ব খ্যাদ্য সংস্থার (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড ব্যাসলির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ও ডব্লিউএফপির মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি মিয়ানমারে তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে ডব্লিউএফপির আরও বেশি ভূমিকা রাখা দরকার।
.
এর আগে গত সপ্তাহে একটি প্রতিনিধি দলসহ বাংলাদেশ সফর করেন ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের সভাপতি রাষ্ট্রদূত হিশাম মোহাম্মদ বদর। সে সময় বোর্ড সভাপতি এবং প্রতিনিধি দলের সব সদস্য রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের যে মানবিকতার পরিচয় দিয়েছে তার প্রশংসা করেন।
.
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন। জরুরি ভিত্তিতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর কঠোর চাপ প্রয়োগের ওপর জোর দেন তিনি। রোহিঙ্গা সঙ্কট দ্রুত সমাধানের জন্য ডব্লিউএফপি যথাসাধ্য চেষ্টা করবে বলে বৈঠকে সংস্থাটির নির্বাহী পরিচালকের পাশাপাশি নির্বাহী বোর্ডের সভাপতি পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্থ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech