দক্ষিণ সুরমার জালালপুরে বাই সাইকেল পেল ১১ শিক্ষার্থী

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

দক্ষিণ সুরমার জালালপুরে বাই  সাইকেল পেল ১১ শিক্ষার্থী

ডেস্ক প্রতিবেদন : সরকারের স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১% ২০১৮-২০১৯ অর্থবছরের বরাদ্দ থেকে দক্ষিণ সুরমার জালালপুরে বাই সাইকেল পেয়েছে হতদরিদ্র এগারজন শিক্ষার্থী। জালালপুর ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় হযরত ওমর ফারুক একাডেমীর শিক্ষার্থীদের মধ্যে সোমবার দুপুরে বাই সাইকেল বিতরণ করা হয়।

.
ওমর ফারুক একাডেমীর অধ্যক্ষ মুফতী মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে এবং জালালপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মোঃ আল আমিনের উপস্থাপনায় সাইকেল বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জালালপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস সালাম, ইউপি সদস্য নুরুল হক মোল্লা, কুতুব আলী, শফিক উদ্দিন, ছানা মিয়া, আনোয়ার আলী ও হাফিজ ইসমাইল হোসেন। বক্তারা সরকারের এ ধরনের মহতী এবং ব্যাতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, একজন শিক্ষার্থী বাই সাইকেল ব্যাবহারের মাধ্যমে বিভিন্নভাবে উপকৃত হবে। ভবিষ্যতে ও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে সরকারের প্রতি এবং বিশেষ করে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর প্রতি অনুরোধ জানান বক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর