শাহ সুফি আরকুম আলী রঃ মাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

শাহ সুফি আরকুম আলী রঃ মাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেস্ক প্রতিবেদন : হযরত শাহ সুফি আরকুম আলী রঃ এর প্রধান খলিফা হযরত কাছিদ উল্লাহ রঃ এর ৫৬তম ওফাত দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগ ও মাজার কমিটির উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুরস্থ হযরত আরকুম শাহ রঃ মাজার প্রাঙ্গণে আলোচনা সভা ও ভক্তিমুলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরকুম শাহ রঃ মাজার পরিচালনা কমিটির আহবায়ক সুরুক আহমদ চৌধুরী সভাপতিত্বে ও মাজার কমিটির সদস্য, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেল এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আব্দুল আহাদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর, জগন্নাথপুর বাউল কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের সংস্কৃতির যথেষ্ট সুনাম রয়েছে, এ সুনামকে ধরে রাখতে অপসংস্কৃতির কবল থেকে নিজেদের রক্ষা করতে হবে। দেশীয় সংস্কৃতি রক্ষা এবং বিদেশী সংস্কৃতি পরিহারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে সিলেটের হাজার বছরের ঐতিহ্যে লালিত বাউল গান রক্ষায় এ প্রজন্মের শিল্পীদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

.
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জগন্নাথপুর বাউল কল্যাণ পরিষদ এর সহ সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপদেষ্টা নুরুল ইসলাম, নবীগঞ্জ খনখাড়িপাড়া কুতুব উদ্দিন আউলিয়া মাজারের মোতাওয়াল্লী সোহানুর রহমান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহ সভাপতি এম মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আরকুম শাহ রঃ মাজার পরিচালনা কমিটির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তাফা কামাল, খলিলুর রহমান, হাজী হারুনুর রশীদ, হাজী জয়নাল আহমদ, গিয়াস উদ্দিন আবু সান, মুহিন আহমদ, গীতিকার সৈয়দ ইলিয়াছ, গীতিকার চান মিয়া, গীতিকার রুহুল আমীন, জি এস বশর, তারেক মিয়া জনি, শিবলু পাগলা, আব্দুর রহিম, সাইফ আহমদ। আলোচনা সভাশেষে ভক্তিমুলক গান পরিবেশন করেন বাউল শিল্পী লাল মিয়া, এম মুজিবুর রহমান, একরাম উদ্দিন, সফিক উদ্দিন, ইনু সরকার, আকরাম, সাজ্জাদ সুমন, শিউলী খন্দকার, নুর কাজল, সঙ্গিতা সুমা, রিমা সরকার, কয়েছ আহমদ, যন্ত্রশিল্পী শৈলেন দাস, হাসনাত, জাহেদ, অলক, মনসুর প্রমুখ। সভায় মাজার কমিটির সাবেক মোতাওয়াল্লী মুহিব আলী ও সভাপতি হাজী আব্দুস সালাম মর্তু এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন আরকুম শাহ রঃ মাজার মসজিদের পেশ ইমাম হাফিজ আব্দুল মুকিত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর