ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নৌকা ডুবিতে বাবুল মিয়া (৩৬) নামে এক প্রহরী নিহত হয়েছেন। নিহত বাবুল মিয়া উপজেলার উত্তর কাংলাবাজার গ্রামের
বাসিন্দা । সোমবার ভোরে উপজেলার সুন্দরপুর হাওরে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রাতে হাওরে বিল পাহারা দেওয়া শেষ করে বাড়ি ফেরার পথে সোমবার ভোরে সুন্দরপুর হাওরে হঠাৎ করে বাতাস শুরু হলে নৌকাটি পাড়ে উঠার আগে ডুবে যায়। এসময় নৌকাতে ৬ জনের মধ্যে ৫ জন সাঁতার কেটে পাড়ে উঠলেও বাবুল মিয়া নৌকার নিচে পরে যায় এবং তার মৃত্যু হয়। এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech