দক্ষিণ সুরমা কলেজে মুজিববর্ষ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

দক্ষিণ সুরমা কলেজে মুজিববর্ষ কর্মসূচীর উদ্বোধন

ডেস্ক প্রতিবেদন : দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এখনই জানার এবং শিখার উপযুক্ত সময়। জাতির পিতার রাজনৈতিক কর্মকান্ড এবং তাঁর সম্পর্কে অজানা ইতিহাস শিখার এবং খুঁজে বের করার জন্য কাজ করতে হবে। তিনি বুধবার সকালে দক্ষিণ সুরমা সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ২০২০ উদযাপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ জয়নুল ইসলাম ও পলাশ রঞ্জন এর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মতিউর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজরী রাণী ধর, মুজিববর্ষ ২০২০ উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ মুহিবুর রহমান ও ছাত্রছাত্রীর পক্ষে মাহদী হোসাইন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক গিলমান আলী। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক শাহানা বেগম, সহযোগী অধ্যাপক আশরাফুল হক, রাহেনা হক, সাব্বির আহমদ, সালমা ইয়াসমিন, রওনক জাহান বেগম, মতিলাল দাস, মোঃ আতাউর রহমান, সহকারী অধ্যাপক শ্যামলী চক্রবর্ত্তী, শুভাস চন্দ্র সাহা, শফিকুল ইসলাম, কানিজ ফাতেমা, নাফিস সাকিনা, সুপ্তা রাণী চৌধুরী, মোঃ ময়নুল হক, শাহেদ আহমদ, আমিনুর রহমান, আব্দুল বাতেন, ফাতেমা খানম, আলতাফ হোসেন, মোঃ শাহরিয়ার খান, হুমায়রা বেগম মনি, বিশ্বজিত দাস, মাহবুবা বেগম, মোঃ আতাউর রহমান ভ’ইয়া, মাহমুদা আক্তার, দিপক চন্দ্র, নুরজাহান খাতুন, আব্দুন নূর শামীম, খালেদ আহমদ, সাইফুর রহমান, নন্দন কর্মকার, নুরুজ্জামান কোরেশী, সুমন রায়, মুহিবুর রহমান, সামিয়া তাহসিন আলম, সৈয়দা মোমেনা বেগম লিমু, পলি সেনাপতি, ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, মাসুক আহমদ, প্রভাতী ইসলাম, ইলিজা খানম, সুমন খান, শারমিন আক্তার সন্ধি, শরীরচর্চা শিক্ষক আব্দুস সত্তার, সহ লাইব্রেরিয়ান বিপ্লব কুমার দাস প্রমুখ।
প্রধান অতিথি কর্মসূচীর শুভ উদ্ভোধন ঘোষণার মধ্য দিয়ে এবং ছাত্রছাত্রীরা মুজিব সম্পর্কে কবিতা আবৃত্তি করে মুজিববর্ষ ২০২০ এর কর্মসূচী শুরু হয়। অনুষ্টানের শেষে শিক্ষক শিক্ষার্থীরা ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদেও রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর