রাজধানীতে ৬ জঙ্গি আটক

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

রাজধানীতে ৬ জঙ্গি আটক

ডেস্ক প্রতিবেদন : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।
.
শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, রাজধানীর উত্তরা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকা থেকে আনসার আল ইসলামের ছয় সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

তিনি জানান, শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার এলাকায় র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর