ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : বৃহত্তর সিলেট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সংগঠক মহান মুক্তিযুদ্ধের উত্তর পৃর্বাঞ্চলীয় রণাঙ্গনে ৪ ও ৫নং সেক্টরের বেসামরিক উপদেস্টা প্রশাসনিক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী জননেতা দেওয়ান ফরিদ গাজীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদ গাজীর পরিবারের উদ্যোগে মঙ্গলবার বাদ আছর হযরত শাহজালাল (রহ)’র দরগাহ মসজিদে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে কবর জিয়ারত করা হয়।
এ উপলক্ষে নবীগঞ্জ-বাহুবল এবং যুক্তরাষ্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী,সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী মো.জাফর সাদেক কয়েছ গাজী, মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা, হবিগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মো. সাহেদ,ফাহিম আনোয়ার, যুব সংগঠক আফিকুর রহমান আফিক, সিলেট মহানগর স্বেচ্চাসেবকলীগের সহ-সভাপতি শেখ রানা,মুফতি মাঈনুদ্দিন, মুফতি কমর উদ্দিন কামু, মাসুদ আহমেদ, যুক্তরাজ্য মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল, লেখক সৈয়দ মো.তাহের, গাজী মো. জামিল,আব্দুস সুবহান, যুবলীগ নেতা মিঠু মোহন দেব প্রমুখ। মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শেখ হাফিজ করিম উদ্দিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech