বাধা দিলে লড়াই হবে রাজপথে : গয়েশ্বর

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

বাধা দিলে লড়াই হবে রাজপথে : গয়েশ্বর

ডেস্ক প্রতিবেদন : বিএনপিকে রাজপথে বাধা দিলে লড়াই বাধবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এ সরকার দেবে না। যদি এ সরকার থাকে তাহলে খালেদা জিয়ার মুক্তি হবে না।

রোববার (২৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এ সমাবেশের আয়োজন করে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন আমরা খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করব না, সরকার পতনের আন্দোলন করব। এ সরকারের পতন না হলে খালেদা জিয়া মুক্তি পাবে না। আপনারা কি শেখ হাসিনার সরকার পতনের আন্দোলন করবেন? তাহলে প্রস্তুত হন।

তিনি বলেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে যেখানে যাবেন একটাই আওয়াজ পাবেন, শেখ হাসিনার এ সরকার দুর্নীতিবাজ। জনগণের এখন একটি দাবি, শেখ হাসিনা কবে যাবি। এসব স্লোগানের জন্য কি আমরা প্রস্তুত? তাহলে আপনারা প্রস্তুতি নেন। স্বল্প সময়ের ব্যবধানে ঢাকা মহানগরীতে এত লোক সংগঠিত হতে পারে, যারা আজকে উপস্থিত আছেন তারা যদি ফোন করেন এবং আন্দোলনের মাঠে নামেন তাহলে শেখ হাসিনার থাকার কোনো ক্ষমতা আছে বলে আমি মনে করি না।’

বিএনপির এ নেতা বলেন, বহুদিন কষ্ট করেছেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আপনার আশপাশে অনেক ভাই মারা গেছেন, গুম হয়েছেন। সুতরাং আর গুম-খুনের তালিকা বৃদ্ধি না করে এখনই রাজপথে নামতে হবে এবং কোনো বাধা আসলে সেই বাধা মোকাবিলা করতে হবে। বাধা দিলে বাধবে লড়াই, সে লড়াইয়ে জিততে হবে।

গয়েশ্বর বলেন, সরকারের অনুমতি বা পুলিশের অনুমতি নিয়ে সরকারবিরোধী আন্দোলন হয় না। আমাদের এখন মানসিক প্রস্তুতি থাকতে হবে যে, আর কোনো অনুমতি নয়। আমাদের অধিকার আন্দোলনের, আমাদের অধিকার সমাবেশের, আমাদের অধিকার মিছিলের, আমরা কার কাছে অনুমতি চাইব?

তিনি আরও বলেন, আজকের এ সরকার শেখ হাসিনার নিশিরাতের পাখি। তিনি নিশিরাতে মানুষের ভোট চুরি করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। এ দেশের জনগণের ওপর তার কোনো উত্তর নেই। তার ক্ষমতায় থাকতে হলে যাদের প্রতি তার দরদ আছে বিশাল শক্তিশালী প্রতিবেশী দেশ, তাদের ইচ্ছা পূরণে একমাত্র তার দায়িত্ব। তাদের স্বার্থ পূরণ তার একমাত্র দায়িত্ব।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জয়নুল আবদীন ফারুক, আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এ জেড এম জাহিদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরফুদ্দিন সপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর