জাসাসের কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিএনপির ২ নেতা

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯

জাসাসের কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিএনপির ২ নেতা

ডেস্ক প্রতিবেদন : জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সিলেট বিএনপির ২ নেতা। সম্প্রতি ২০১৭-২০২০ সাল পর্যন্ত ১৮৪ সদস্য বিশিষ্ট জাসাসের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উক্ত কমিটিতে সমাজ কল্যান বিষয়ক পদ পেয়েছেন মহানগর বিএনপির নেতা মনজুর হোসেন মজনু ও সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন সাবেক ছাত্র নেতা মোস্তাকুর রহমান রুমন।
কমিটিতে স্থান পাওয়ায় সিলেট মহানগর কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন আহবায় আব্দুল মান্নান ও সদস্য সচিব মারুফ আহমদ টিপু। অভিনন্দন বার্তায় তারা বলেন, সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর হাতে গড়া এই ২ নেতা স্বৈরাচারী সরকারের আমলে বারবার কারা নির্যাতিত হয়েছেন। বিএনপির এই ত্যাগী ২ কর্মীকে মূল্যায়ন করায় জাসাসের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর