কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেই

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেই

ডেস্ক প্রতিবেদন : একুশে পদকজয়ী কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন বলে জানান, মুক্তিযুদ্ধ জাদুঘরের অনুষ্ঠান সমন্বয়ক রফিকুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী জানান, ৭৬ বছর বয়সী রবিউল হুসাইন রক্তের জটিলতায় ভুগছিলেন। গত দুই সপ্তাহ ধরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু অবস্থার অবনতি হলে সোমবার তাকে সিসিইউতে নেওয়া হয়।

১৯৪৩ সালে ঝিনাইদহের শৈলকূপায় জন্মগ্রহণ করেন রবিউল হুসাইন। ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে (বর্তমান বুয়েট) নতুন আর্কিটেকচার ফ্যাকাল্টি খোলা হলে ভর্তি হন রবিউল। সেই সঙ্গে চলে তার লেখালেখিও।

ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক পাওয়া এই কবি কাজ করেছেন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণের জন্যও। রবিউল হুসাইন ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্রের ট্রাস্টি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী পরিষদের সদস্য।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর