কোম্পানীগঞ্জে ভারতীয়দের গুলিতে বাংলাদেশী যুবক নিহত : মামলা

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

কোম্পানীগঞ্জে ভারতীয়দের গুলিতে বাংলাদেশী যুবক নিহত : মামলা

নিজস্ব প্রতিবেদন
কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয়রা গুলি করে বাংলাদেশী যুবককে হত্য করেছে। নিহত সাদ্দাম হোসেন (২৫) উপজেলার স্থানীয় উত্তর কলাবাড়ি গ্রামের মৃত মখতছির মিয়ার পুত্র।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, রবিবার রাতে ভারতীয় খাসিয়ারা গুলি করলে বাংলাদেশ সীমান্তের ভেতরেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে সোমবার সকালে থানার কালাইরাগ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তর থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যামামলা রুজু করা হয়েছে। ঘাতকরা ভারতীয় খাসিয়া হতে পারে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর