বিএনপির যুগ্ম মহাসচিব খোকন আটক

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

বিএনপির যুগ্ম মহাসচিব খোকন আটক

ডেস্ক প্রতিবেদন : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী শিরীন সুলতানা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাইকোর্টের ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

বিএনপি নেতারা জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে আজ সকালে আদালতে যাচ্ছিলেন খায়রুল কবির খোকন। এ সময় সুপ্রিমকোর্টের ফটক থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। খোকনকে কোথায় নেয়া হয়েছে জানে না তার পরিবার।

খোকনের স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানার অভিযোগবলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে আমি ও খোকন একই গাড়িতে হাইকোর্টে যাচ্ছিলাম। গেট থেকে তাকে পুলিশ নিয়ে গেছে। তাকে কেন আটক করা হয়েছে, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

এ বিষয়ে যোগাযোগ করলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান টেলিফোনে বলেন, খোকনকে আটক করা হয়েছে। তাকে শাহবাগ থানায় আনা হয়েছিল। পরে ডিবি পুলিশ তাকে নিয়ে গেছে। কোন মামলায় খোকনকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, দুদিন আগে হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের হামলার ঘটনায় দায়ের করা মামলঅয় তাকে আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর