আওয়ামী লীগ সুসংগঠিত মানেই হলো দেশ ও জাতি সুরক্ষিত : কাদের

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

আওয়ামী লীগ সুসংগঠিত মানেই হলো দেশ ও জাতি সুরক্ষিত : কাদের

ডেস্ক প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন , আওয়ামী লীগ বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে, গণতন্ত্র বেঁচে থাকবে। সুতরাং আওয়ামী লীগ সুসংগঠিত মানেই হলো দেশ ও জাতি সুরক্ষিত। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং সরকারের উন্নয়ন দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর