বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির শোভাযাত্রা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির শোভাযাত্রা

ডেস্ক প্রতিবেদন : নগরীতে শোভাযাত্রা করেছে সিলেট জেলা বিএনপি। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত এ শোভাযাত্রা মঙ্গলবার বেলা সোয়া ১২টায় রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে সিটি পয়েন্টে এসে শেষ হয়।

শোভাযাত্রাটি রেজিস্টারি মাঠ থেকে সিটি পয়েন্টে এসেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

এসময় বক্তারা বলেন, পুলিশের বাঁধায় বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নিতে পারেন নি। পুলিশ নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়েছে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সদস্য আবুল কাহের শামীম, আলী আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরীসহ নেতাকর্মীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর