ঢাকা ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮
‘ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি হোক প্রতিটি পরিবারে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস।
বুধবার দিবসটি উপলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের উদ্যোগে ও নভোনরডিক্স ফার্মা প্রা: লি. এর সহযোগিতায় সকালে হাসপাতালের হলরুমে কর্মশালা এবং কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে পরিবারের উপর ভূমিকা নিয়ে হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ডা. মো. শাহ এমরান বিস্তারিত আলোচনা করেন।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. এন কে সিনহা, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এএফএম নাজমূল ইসলাম, ডা. হাবিবুর রহমান প্রমুখ।
কর্মশালা শেষে কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. এনকে সিনহাসহ অন্যান্য অধ্যাপকবৃন্দ বেলুন উড়িয়ে ডায়াবেটিস দিবসের পদযাত্রার উদ্বোধন করেন।
বক্তারা বলেন, বিশ্বে ৪২৫ মিলিয়ন মানুষ ডায়েটিকস রোগে ভুগছে। শৃঙ্খলা ও খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমেই ডায়াবেটিস ৮০ ভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব, ওষুধের ভূমিকা এখানে খুব কম। আবার শুধু ওষুধের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ খুবই কঠিন। ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা একটি সমন্বিত সামাজিক পদপে। সরকার, চিকিৎসক, কোনো প্রতিষ্ঠান বা কারও একার পে কখনো এই বিপুল কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। ‘পরিমিত খাবার ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ করে একটি সুস্থ, কর্মোদ্যম ও প্রাণবন্ত জীবন গড়ে তোলা সম্ভব। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech