টি.পি.এল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন কাল

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

টি.পি.এল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন কাল

ডেস্ক প্রতিবেদন : তেতলী ইউনিয়ন প্রিমিয়ারলীগ (টিপিএল)-টেন টুনামেন্টের ২৫ডিসেম্বর বুধবার উদ্বোধন উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন ক্রিকেটার্স এসোসিয়েশনের উদ্যোগে তেতলী ইউনিয়ন প্রিমিয়ারলীগ (টিপিএল)-টেন টুনামেন্ট সফলের লক্ষে মোটরশোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ২৩ ডিসেম্বর সোমবার দুপুরে তেতলী ইউনিয়নের তেতলী,বলদী,চন্ডিপুল, ধরাধরপুর, আহমদপুর, পুরান তেতলী, বেটুয়ারপাড়, লক্ষিপুর, মুন্সিবাজার এর সড়ক প্রদিক্ষণ করে লালাবাজারে গিয়ে সমাপ্তি হয়। মোটরশোভা যাত্রায় অংশগ্রহণ করেন তেতলী ইউনিয়ন ক্রিকেটার্স এসোসিয়েশনের সহ সভাপতি লিটন আহমদ, জাতীয় ক্রিকেট লীগের ক্রিকেটার ইমরান আলী এনাম, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশফাক আলী, সহ সাধারণ সম্পাদক মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, সিনিয়র সদস্য তমাল আহমদ, ক্রীড়া সংগঠক জেবুল আহমদ, বেটুয়ারপাড় থান্ডার্রস ক্লাবের ম্যানেজার আব্দুর রকিব, ক্রিকেটার মুকিত আহমদ, গৌছ উদ্দিন, শিপলু মিয়া, গিয়াস মিয়া, সুহেল আহমদ, রেবুল আহমদ, নাহিদ আহমদ, ইউ/পি ছাত্রলীগ সভাপতি আছাদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ইমন, ক্রিকেটার মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন, রুমন আহমদ, সাজিম আহমদ, নুফায়েজ মিয়া, ইমরান আহমদ,উজ্জল মিয়া, রুবেল আহমদ, ইউ/পি ছাত্রদলের সহ সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর তেতলী মাঠে উদ্বোধনী ম্যাচে বলদী বুল্স বনাম আহমদ পুর রয়েলন্স মধ্যকার খেলা অনষ্ঠিত হবে।এছাড়া খেলায় অংশগ্রহণ করবে বদিকোনা ওয়ারিয়রর্স, বানেশ্বরপুর টাইগারস, ভালকী কিং কোবরা, জুয়েল সিপার কিং, বেটুয়ারপাড় থান্ডার্রস।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর