ঢাকা ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব হলেন সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার লালাবাজারের জয়নুল বারী। এর আগে তিনি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার পদে কর্মরত ছিলেন। জয়নুল বারী বিসিএস এর ৯ম ব্যাচের প্রশাসন ক্যাডার। এর আগে তিনি কক্সবাজারের জেলা প্রশাসক, চটগ্রাম এর জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ছিলেন।
তার জন্ম দক্ষিন সুরমার লালাবাজারের বাগের খলা গ্রামে। তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, এমসি কলেজ থেকে এইচএসসি, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন। তিনি বিদেশে প্রায় বিশটি কনফারেন্স এ যোগদান করেন।
এদিকে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ে সচিব পদে পদোন্নতি হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি মকবুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, প্রচার শরীফ আহমদ। এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ জয়নুল বারীকে অভিনন্দন জানান ও তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech