মোল্লারগাঁও ইউনিয়নে বিনামূল্যে পেঁয়াজের চারা বিতরণ

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

মোল্লারগাঁও ইউনিয়নে বিনামূল্যে পেঁয়াজের চারা বিতরণ

ডেস্ক প্রতিবেদন : দেশে দ্রব্যমূল্যের ঊর্ধগতি হওয়ায় এবং পেঁয়াজের সংকটের কারণে বর্তমানে কৃষকরা পেঁয়াজ চাষে আগ্রহী হয়েছেন। এর প্রেক্ষিতে দক্ষিণ সুরমা উপজেলার ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়নের কৃষকদের মধ্যে বিনামূল্যে পেঁয়াজের চারা বিতরন করা হয়। বুধবার (১ জানুয়ারি) দুপুরে মোল্লারগাঁও ইউনিয়নের কৃষি উদ্যোক্তা সৈয়দুর রহমানের বাড়িতে বিনামূল্যে পেঁয়াজের চারা বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খালপাড়া সিআইজির সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে পেঁয়াজের চারা বিতরণ করেন দক্ষিণ সুরমা উপজেলার কৃষি কর্মকর্তা শামীমা আক্তার। প্রধান বক্তার বক্তব্য রাখেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া।
প্রধান বক্তার বক্তব্যে শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে পেঁয়াজের চরম সংকট বিরাজ করছে। ভারত থেকে পেঁয়াজ না আসায় পেঁয়াজের মূল্য দিনদিন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এ থেকে উত্তরণে আমাদের দেশের কৃষকদের এখন থেকেই উদ্যোগী হয়ে পেঁয়াজ চাষ করতে হবে। ফলে আগামী মৌসুমে পেঁয়াজের মূল্য গরীবের সাধ্যের মধ্যে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মুমিন, হাজি মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান বিপ্রেশ তালুকদার, উপসহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পার্থ সারথী মালাকার, হাজি আব্দুল কাদির।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুলাল আহমদ, আফরোজ খান, সুফিয়ান খান, আজির মিয়াসহ সিলাম, জালালপুর, কামালবাজার ইউনিয়নের শর্তাধিক কৃষক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর