পুলিশের সুবিধা বিষয়ে নির্দেশনার বাস্তবায়ন না ক্ষোভ প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

পুলিশের সুবিধা বিষয়ে নির্দেশনার বাস্তবায়ন না ক্ষোভ প্রকাশ প্রধানমন্ত্রীর

ডেস্ক প্রতিবেদন : নির্দেশনা থাকার পরও গত ১ বছরে পুলিশের সুবিধা বাড়ানোর বিষয়টি বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী ৭ কার্যদিবসের মধ্যে এ বিষয়টি সমাধানের নির্দেশ দেন। রোববার (৫ জানুয়ারি) রাতে পুলিশ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে পুলিশের কল্যান বিষয়ক বৈঠকে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী বলেন, কল্যান বৈঠকে এবার যে দাবিগুলো তোলা হয়েছে তার অধিকাংশ গত বছরও বৈঠকে তোলা হয়েছিল। সেগুলো বিবেচনার জন্য বলাও হয়েছিল। আমার অফিস থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠিয়েছিলাম। সেটা কেনও মুলতবি আছে আমি জানি না। পুলিশের সেক্রেটারি এখানে বসে আছেন, আমি তাদের কাছে জানতে চাই যে, এগুলো কেন বাস্তবায়ন হয়নি।

বৈঠকের তথ্যানুযায়ী জানা যায়, সরকারি প্রতিষ্ঠান বা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ছুটিতে গিয়ে মারা গেলে এককালীন ৮ লাখ টাকা পেয়ে থাকেন। আর সড়ক দুর্ঘটনা কিংবা অন্য কোনোভাবে আহত হলে পেয়ে থাকেন ৪ লাখ টাকা। কিন্তু কোনও পুলিশ সদস্য সন্ত্রাস বা জঙ্গিবিরোধী অভিযানে নিহত হলে মাত্র ৫ লাখ টাকা পায় তার পরিবার। আর আহত হলে পেয়ে থাকেন মাত্র ১ লাখ টাকা। গত বছর পুলিশ সপ্তাহে এর পরিমাণ বাড়ানোর দাবি তুলেছিলেন পুলিশ সদস্যরা। নির্দেশনা থাকার পরও গত ১ বছর এ বিষয়টি সুরাহা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি আগামী ৭ কার্যদিবসের মধ্যে এ বিষয়টি সমাধানের নির্দেশ দেন। এছাড়াও তিনি রাজারবাগ পুলিশ লাইন্সের পূর্ব পাশে গণপূর্তের যে আবাসিক দালানগুলো উঠছে, সেখানে পুলিশ সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে আবাসন বরাদ্দের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি মনে করি পুলিশকে আরও ভালোভাবে সুবিধা দেয়া উচিত। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, অবসরের পর যে রেশন ও ভাতার বিষয়ে পুলিশের দাবি ছিল সেটা আমরা করে দিতে চেয়েছিলাম। অথচ সেটা এখনও কার্যকর হয়নি। সেটা অবশ্যই দ্রুত সময়ে কার্যকর করতে হবে। তারা যাতে রেশনটা পায় সেই ব্যবস্থা আমরা করে দেবো। কল্যাণ সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর