দক্ষ কর্মী বিদেশে পাঠানোর আশ্বাস বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

দক্ষ কর্মী বিদেশে পাঠানোর আশ্বাস বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর

ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশের শ্রমবাজারের বড় একটা অংশ প্রবাসমুখী। কিন্তু বর্তমানে বিশ্বের শ্রমবাজারগুলোতে পিছিয়ে পড়ছে দেশ। যার মূলকারণ হল, দক্ষ শ্রমিকের ঘাটতি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ আশা প্রকাশ করেছেন, এ ঘাটতি নিরসন করে চলতি বছরে পূর্বের শ্রমবাজার এবং ইস্ট ইউরোপসহ আরও নতুন ৬/৭ দেশে বাংলাদেশ থেকে সাড়ে সাত লাখের বেশি কর্মী বিদেশ পাঠাতে পারবেন।

৫ জানুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস (আরবিএম) আয়োজিত নতুন বছরে সরকারের শ্রম বাজারের পরিকল্পনা’ নিয়ে মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সারাবিশ্বের চাহিদার পরিবর্তনে আমাদের বিদেশগামী কর্মীর সংখ্যা কমে এসেছে । তবে দক্ষ শ্রমিক বাজারে এলে আমাদের বাজারও বাড়বে। এজন্য আমাদের ৪৯২টি উপজেলার মধ্যে ১৬৪টিতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হচ্ছে। আমাদের লক্ষ্য ও নির্বাচনী ইসতেহারে ছিলো প্রতি উপজেলা থেকে একহাজার দক্ষকর্মী পাঠাবো। কিন্তু আমাদের সব উপজেলাতে এখনও টিটিসি স্থাপন করতে পারিনি। এজন্য আমরা বাকি সব কয়টি উপজেলার জন্য একটি প্রকল্প তৈরি করে জমা দেওয়া হবে টিটিসি নির্মাণের জন্য।’

সম্প্রতি ইরাক ও লিবিয়াতে সংকট তৈরি হওয়ায় বাজার আটকে আছে। এতে আমাদের তেমন কোনো প্রভাব না পড়লেও মালয়েশিয়ার বাজার অনেকদিন ধরে চালু হচ্ছে না। জাপানের মতো দেশে আমাদের দেশ থেকে দক্ষকর্মী না থাকায় খুব বেশি সংখ্যক কর্মী পাঠানো যাচ্ছে না। কারণ জাপান শতভাগ ভাষা ও কাজে দক্ষ লোক নিতে চায়। এখানে দক্ষ জনবল সৃষ্টি করা হচ্ছে মূল চ্যালেঞ্জ ।

তিনি বলেন, সৌদি আরবে নারীকর্মীদের নিরাপত্তায় আমরা এখন অনেক শক্ত অবস্থানে আছি। গত ডিসেম্বর মাসে একজন নারীকর্মী দেশে ফেরেনি। বিদেশে নির্যাতিত হবে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

এছাড়াও তিনি বলেন, এ বছর আমরা দালাল চক্র বন্ধ করতে পারবো। এদের জন্য বিদেশগামী কর্মীদের অতিরিক্ত ৪/৫ লাখ টাকা দিতে হয়। এটা আশা করছি, বন্ধ করতে পারবো। আমার অনুরোধ থাকবে বিদেশগামী কর্মীরা ডাটা ব্যাংকে নাম রেজিস্টেশন করবেন। আমরা আপনাদের সেবা দিতে সবসময় প্রস্তুত। তাহলে আমরা দালাল চক্র থেকে আপনাদের বাঁচাতে পারবো।

এসময় বিএমইটির মহাপরিচালক শামছুল আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টসের (আরবিএম) সভাপতি ফিরোজ মান্না, সেক্রেটারি মাসউদুল হকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর