জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন : সরকারের এক বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে একযোগে প্রচার করা হবে।

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী পদেও রয়েছেন শেখ হাসিনা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন শেখ হাসিনা।

বাংলাদেশে টানা এতদিন ক্ষমতায় থাকার রেকর্ড কোনো দলের নেই। প্রধানমন্ত্রী হিসেবেও শেখ হাসিনা সবচেয়ে বেশিবার ক্ষমতায় আছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর