ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
ডেস্ক প্রতিবেদন : সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজে আসছে সুইডেনের খ্যাতনামা সাংস্কৃতিক দল ‘লান্ড ইন্টারন্যাশনাল ট্যাগোর কয়্যরি, সুইডেন’। আগামী বৃহস্পতিবার এ দলটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ‘চণ্ডালিকা’ ও সুইডিশ সংগীত পরিবেশন করবে। সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ আয়োজনে সংগীত পরিবেশনায় থাকবেন সুইডেন থেকে আগত বুবু মুনসি একল্যান্ড(কয়্যার লিডার), লার্স একল্যান্ড (কয়্যার চেয়ারপার্সন), স্টাফেন ব্যাংস্টন, শীলা মল্লিক, পিয়া হ্যামবার্গ, জোনাস ব্রেডফোর্ড, কারিন হোগার্ড, কারিন উল্লস্টাড, গুনিলা লেইজন প্রমুখ।
উল্লেখ্য সুইডিশ প্রতিনিধি দলটি দেশের বিভিন্ন প্রান্তে রবীন্দ্রসংগীত ও সুইডিশ সংগীত পরিবেশনার ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা সরকারি কলেজ অধ্যক্ষ মো. শামছুল ইসলাম এর আমন্ত্রণে এ কলেজে তাদের পরিবেশনা নিয়ে আসছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মশিউর রহমান আয়োজনটির সার্বিক সহযোগিতায় রয়েছেন। অনুষ্টানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন দক্ষিণ সুরমা সরকারি কলেজর অধ্যক্ষ মো. শামছুল ইসলাম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech