ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০
ডেস্ক প্রতিবেদন : আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ দিনটি স্মরণীয় করে রাখতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ঐদিন শুক্রবার সকাল ১০ টায় সিলেট এমসি কলেজ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বেলা আড়াইটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’র উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে নগরীর শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এসব কর্মসূচিতে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আলোচনা সভায় এবং এমসি কলেজে ফুলের তোড়াসহ যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech