‘ব্যবসা-বাণিজ্য প্রসারে সবধরনের সহায়তা দেয়া হবে’

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

‘ব্যবসা-বাণিজ্য প্রসারে সবধরনের সহায়তা দেয়া হবে’

ডেস্ক প্রতিবেদন : বিশ্ববাজারে দেশের পণ্যসামগ্রীর চাহিদা বাড়ানো ও রফতানি নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের প্রতি তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য প্রসারে সবধরনের সহযোগিতা দেবে তার সরকার। বুধবার (৯ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবস ও বহুমুখী বস্ত্র মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরকারিখাতে শিল্প-কারখানা কেনো লাভজনক হয় না তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাভজনক প্রসারের জন্য বেসরকারিখাতকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব বাজার তৈরির পাশাপাশি প্রতিবেশি দেশের সাথে বাণিজ্য বাড়ানোর পরামর্শও দেন তিনি। তিনি বলেন, বেসরকারিখাতকে অগ্রাধিকার দিয়ে নীতি প্রণয়ন করছে বর্তমান সরকার। তাতে করে দেশের উন্নয়ন তরান্বিত হচ্ছে। যার সুফল পাচ্ছে দেশের জনগণ।
তবে তিনি সরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোর অদক্ষতা নিয়ে নিয়ে হতাশ প্রকাশ করেছেন। শিল্পখাতে ব্যবসায়ী এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর