প্রবীন ন্যাপ নেতা আবদুল হান্নানের শয্যাপাশে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

প্রবীন ন্যাপ নেতা আবদুল হান্নানের শয্যাপাশে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ

ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ’র প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ অসুস্থ সৈয়দ আবদুল হান্নানকে দেখতে বাসভবনে যান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নগরীর শাহী ঈদগাহস্থ সৈয়দপুর হাউসে এ সময় নেতৃবৃন্দ সৈয়দ আবদুল হান্নানের শয্যাপাশে কিছু সময় কাটান।

.
এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা জননেতা সুলতান মাহমুদ শরিফ। এ সময় সুলতান মাহমুদ শরিফের সঙ্গে ছিলেন বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মাশুক ইবনে আনিস, জেলা যুবলীগ নেতা হোসেন আহমদ প্রমুখ।
সাক্ষাতকালে নেতৃবৃন্দ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন এবং সৈয়দ আবদুল হান্নানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে এই রাজনীতিবিদের আশু সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করেন।

.
উল্লেখ্য জননেতা সৈয়দ আব্দুল হান্নান এর জামাতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর