মকসুদকে গ্রেফতারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর নিন্দা

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

মকসুদকে গ্রেফতারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর নিন্দা

ডেস্ক প্রতিবেদন:সিলেট জেলা যুবদলের সদস্য সচিব সাবেক ছাত্রদল নেতা মকসুদ আহমদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। অবিলম্বে মকসুদ আহমদ সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।
এক বিবৃতিতে ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, সরকার তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রেখেছে। তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসী সাজা এবং ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়েছে। দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্থ করতেই যুবদল নেতা মকসুদ আহমদকে গ্রেফতার করে ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে প্রেরণ করেছে। হামলা-মামলা, গ্রেফতার নির্যাতন চালিয়ে গণতন্ত্রকামী জনতার আন্দোলন দমিয়ে রাখা যায়না। অবিলম্বে মকসুদ আহমদ সহ ষড়যন্ত্রমুলক রাজনৈতিক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর