ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : গুচ্ছ গ্রাম আবাসন কাজে অনিয়ম হলে আমাকে জানান। আর আপনারাও লিখেন, তবে আক্রোশ মুলক ভাবে লিখবেন না। আমি আপনাদের সহযোগীতা চাই। কারন আপনারাই সমাজের নানান অসংগতি তুলে ধরবেন। আমার কাছে তথ্য চাইবেন, আমি তথ্য দিবো। আমি নিয়মের মধ্যে থেকেই কাজ করি এবং করে যাবো। এই প্রকল্প করতে কিছু ভূমিখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এতে কারো ক্ষতি হতে পারে কিন্তু আমি কারো ক্ষতি করার জন্য সেই কাজটি করি না। বরং জনস্বার্থে সেই সব কাজ করে থাকি। সম্প্রতি প্রকাশিত সংবাদ প্রসঙ্গে রোববার সকালে নিজ কার্যালয়ে তাহিরপুর উপজেলয় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় এই কথাগুলো বলেন তাহিরপুর উপজেলা নির্বাহী র্কমকর্তা বিজেন ব্যনার্জি।
তিনি বলেন,আমি কোন সংবাদকর্মীকে হুমকি দেইনি, দিতে পারিনা। একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় একজন সংবাদকর্মীকে বলেছি, মন্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করা উচিত। তিনি বলেন, আমার মন্তব্য না নিয়ে যে কেউ আমার মন্তব্য মনগড়া লিখে দেবার অধিকার সংরক্ষণ করেননা। আমি এই বিষয়টি ওই পত্রিকা অফিসের সম্পাদক মহোদয়কে জানিয়েছি।
সম্প্রতি ট্যাকেরঘাট গুচ্ছগ্রাম প্রকল্প নিয়ে নির্মাণ কাজ প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন,ট্যাকেরঘাটে ৬৯লক্ষ ৩০হাজার টাকা ব্যয়ে ভূমি মন্ত্রনালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায়(সিভিআরপি)প্রকল্পের অধীনে সরকারী পরিপত্রের অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক নির্মাণ কাজ সম্পন্ন হবে। কমিটিতে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সভাপতি সদস্য সচিব হবেন সহকারী কমিশনার(ভূমি),সদস্যরা হলেন,সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পূনর্বাসিত পরিবারের একজন প্রতিনিধি থাকবেন।
মতবিনিময় চলাকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন,চলতি বছর তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য ৭০টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে তিনি তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের তদারকি ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য সহযোগীতা কামনা করেন। নির্মাণ কাজে অনেক ত্রুটি বিচ্যুতি প্রতিনিয়ত সংবাদের মাধ্যমে প্রকাশ হলে বাঁধ নির্মান কাজে প্রশাসনের সহায়তা হবে বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
এসময় উপস্থিত সাংবাদিকগণ ভূমি মন্ত্রনালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায়(সিভিআরপি)প্রকল্পের চিটি দেখতে চাইলে তিনি সাংবাদিকদের টিঠির কপি সাংবাদিকদের হাতে হাতে তুলে দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সহ সভাপতি বাবারুল হাসান বাবলু,সাধারন সম্পাদক আলম সাব্বির,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,কোষাধক্ষ সাজ্জাদ হোসেন শাহ,সামায়ুন কবীর,আবির হাসান মানিক,আহাম্মদ কবীর,রোমান আহমেদ তুষা,শাবজল আহমদসহ উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক,আঞ্চলিক দৈনিক,স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech