গোলাপগঞ্জে সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২শত ৩৯জন

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮

গোলাপগঞ্জে সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২শত ৩৯জন

গোলাপগঞ্জ সংবাদদাতা
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে গোলাপগঞ্জে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২শত ৩৯জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১শত ৭৪জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬৫জন অনুপস্থিত ছিল।

গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে পাওয়া তথ্য মতে, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় এবছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মোট ৭হাজার ২শত ৭৭জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৭হাজার ১শত ৭৩জন এবং অনুপস্থিত ১শত ৭৪জন।

এদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় মোট ৬শত ৪৮জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৫শত ৮৩জন এবং অনুপস্থিত ৬৫জন ছিল। এবছর গোলাপগঞ্জে প্রাথমিকে ১৯টি কেন্দ্রে ও ইবতেদায়ীতে ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
অনুপস্থিতির কারন সম্পর্কে জানতে চাইলে গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার প্রতিবেদককে জানান, কিছু শিক্ষার্থী অসুস্থ, বাইরের জেলার কিছু শিক্ষার্থী অন্যত্র চলে যাওয়া, বিদেশ গমণ ইত্যাদি কারনে এসব অনুপস্থিতি হতে পারে। তিনি আরও বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর