ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আগাম বন্যার কবল থেকে হাওরের বোরো ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কর্র্তৃক ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সোমবার উপজেলার বৃহৎ নলুয়া ও মইয়ার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ মইয়ার হাওরের স্টিল ব্রিজের নিকটবর্তী নলুয়া হাওর পোল্ডার-১ এর আওয়াধীন ২৬ ও ২৭ নম্বর ফসল রক্ষা বাঁধ প্রকল্পের কাজ পরির্দশন করতে গিয়ে বাঁধের কাজে অনিয়ম ও গাফিলতির জন্য ক্ষুব্দ হন। এছাড়াও ২৫ নম্বর প্রকল্পের কাজ বন্ধ থাকায় এবং প্রকল্পের কাজের পিআইসি কমিটির লোকজন না থাকায় জেলা প্রশাসক আরো বেশি ক্ষিপ্ত হয়ে অনিয়ম অবহেলার জন্য প্রকল্পের কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ ত্রুটিপূর্ণ বাঁধ গুলো নীতিমালা অনুয়ায়ী পিআইসি কর্তৃক দ্রুত সম্পন্ন করনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। যেসব পিআইসি নীতিমালা অনুয়ায়ী কাজ করবে না, ওই সব প্রকল্পের বিল না দেয়ার জন্যও তিনি নির্দেশ দেন। এছাড়াও তিনি নির্মিত বাঁেধর মাটি ভরাট কাজের কম্পেশন নিজেই কোদাল দিয়ে মাটি তুলে পরীক্ষা করেন। কম্পেশন সঠিক না হওয়ায় ক্ষুব্দ হন জেলা প্রশাসক। পরিদর্শন কালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: শরিফুল ইসলাম , জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্তৃক জগন্নাথপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ/সংস্কার কাজের জন্য ৩ কোটি টাকা ব্যয়ে ৪২.৩১০ কিলোমিটার এলাকায় ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)এর মাধ্যমে ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করণের নির্দেশনা রয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় ৪৫টি পিআইসি প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের পরিচালক ডিডিএলজি মোহাম্মদ এমরান হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ পৃথক ভাবে দিনভর হাওরের ফসল রক্ষা বাঁধ গুলো পরিদর্শন করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech