আগামী ২৩ ফেব্রুয়ারি সিপিবির সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

আগামী ২৩ ফেব্রুয়ারি সিপিবির সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান

ডেস্ক প্রতিবেদন : গণতন্ত্রহীনতা, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের প্রতিবাদে এবং জনগণের ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা ও বৈষম্যহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বি-দলীয় অপরাজনীতির বিরুদ্ধে বাম বিকল্প রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজনে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট ক্বীন ব্রিজ পয়েন্টে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টির কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সিপিবি, জালালাবাদ থানা শাখা, সিলেট এর উদ্যোগে এক পথসভা নগরীর সুবিদবাজারে অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, গণতন্ত্রহীনতা ও বিচারহীনতার কারণে সারাদেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। মুষ্টিমেয় কিছুসংখ্যক ধনিক শ্রেণির লোক ছাড়া খেটেখাওয়া সাধারণ মানুষসহ নারী থেকে শুরু করে শিশু পর্যন্ত সর্বস্তরের মানুষ আজ দিশেহারা। রেলে-বাসে শিক্ষাপ্রতিষ্ঠানে গার্মেন্টসে কোথাও কোনো নিরাপত্তা নেই। নারী ধর্ষণ হচ্ছে অহরহ। শিক্ষাব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত। যুবকদের চাকরি নেই। অন্যদিকে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, বিদেশে পাচার হচ্ছে। সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটার ব্যবস্থা পাকাপোক্ত করা হচ্ছে। বাস-রেল দুর্ঘটনায় প্রতি বছর শত শত যাত্রী মৃত্যুবরণ করছে। এদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। স্বাধীনভাবে কথা বলারও অধিকার নেই। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে মেহনতি মানুষের রাজত্ব কায়েম করতে হবে। তবে শুধুমাত্র গদির পরিবর্তন হলেই চলবে না, সাথে সাথে সমাজ ব্যবস্থারও পরিবর্তন করতে হবে। আর এ লক্ষ্যেই আগামী ২৩ ফেব্রুয়ারি সিপিবি আয়োজিত সমাবেশে সদলবলে যোগদান করে সমাবেশকে সফল করে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি বক্তারা আহ্বান জানান।

সিপিবি নেতা ডাঃ বিরেন্দ্র চন্দ্র দেব এর সভাপতিত্বে ও যুব নেতা নিরঞ্জন দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন, সহ-সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সিপিবি সিলেট কোতোয়ালী থানা শাখার সম্পাদক সাথী রহমান, সিপিবি শাহপরান থানা শাখার সম্পাদক তুহিন কান্তি ধর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ, মহানগর সংসদের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর