ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
শামছুল আলম আখন্জী তাহিরপুর হতে: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার ফসল রক্ষার বেড়ি বাধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী কর্নেল জাহিদ ফারুক। পরিদর্শন শেষে সুলেমান পুর বাজারে পথ সভা অনুষ্টিত হয় ।
শনিবার বিভিন্ন হাওরের ফসল রক্ষার বেড়ি বাধ পরিদর্শক করেন পানি সম্পদ মন্ত্রী কর্নেল জাহিদ ফারুক,পরিদর্শন শেষে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হুসেন খানঁ এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হুসেন খোকন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী কর্নেল জাহিদ ফারুক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজেম হুসেন রতন। সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত মহিলা আসনের এম পি শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানূর রহমান, তাহিরপুর নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি, পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী রাকিবুল হাসান, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কর, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলী মুর্তুজা, বাংলাদেশ কৃষকলীগ তাহিরপুর উপজেলা শাখার বিপ্লবী আহবায়ক আলহাজ জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক ওয়াহিদ খসরু, সিনিয়র যুগ্ন আহবায়ক শামছুল আলম আখঞ্জী, উত্তর বড়দল ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, যুগ্ন আহবায়ক রাসেল, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির যুগ্ন আহবায়ক বাবলু উত্তর শ্রীপুর ইউনিয়নের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল শাহ ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তা প্রমুখ ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যারা ফসল রক্ষার বেড়ি বাধ নির্মানে অনিয়ম দুর্নীতি করবে, তাদের বিরোদ্ধে কঠিন শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি সতর্কতা সংকেত দেন। এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech