হবিগঞ্জে করোনা ভাইরাসের আশংকায় হাসপাতালে যুবক

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

হবিগঞ্জে করোনা ভাইরাসের আশংকায় হাসপাতালে যুবক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে রায়হান আহমেদ (২৮) নামের এক যুবক করোনা ভাইরাসের আশংকায় ভর্তি হয়েছে। এ ঘটনায় শহরবাসীর মাঝে আতংক বিরাজ করছে। রোববার দুপুর ১২টায় শহরের শায়েস্তানগর মোকামবাড়ির এলাকার আব্দুল কদ্দুছের পুত্র রায়হান সদর হাসপাতালে ভর্তি হয়। জানা যায়, ৮ই ফেব্রুয়ারী রায়হান চীন থেকে দেশে আসেন।

গত দুইদিন ধরে তার শরীরে সর্দি কাশি ও ব্যাথা দেখা দিলে সদর হাসপাতালে ভর্তি হয়। তাকে করোনা ভাইরাসের আশংকায় ডাক্তার ওই কলেজের ৫ম তলা করোনা ওয়ার্ডে ভর্তি করা হলে তিনি কাউকে কিছু না বলে সটকে পড়েন। বিষয়টি পুলিশকে অবগত করে।
এদিকে সে বিকেলে আবার পালিয়ে যায়। পরে পুলিশ তার পিতাকে বুঝিয়ে আবার মেডিকেল কলেজে ভর্তি করে। এ ঘটনায় হাসপাতালে জুড়ে তুলকালাম কান্ড ঘটে। রাত ৮টায় এ প্রতিনিধি ওই ওয়ার্ডে রায়হান এর সাথে দেখা করতে গেলে সে আক্ষেপ করে জানায়, আমি চীনের ডাক্তারি লেখাপড়া করি। করোনা ভাইরাসের আতংকে ৮ ফেব্রুয়ারী দেশে আসি।
আমি সুস্থ আছি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জোর করে হাসপাতালে ভর্তি রেখেছে। এসময় তিনি সাংবাদিককে বলে আমার ছবি কেউ তুলবেন না। এ ব্যাপারে সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যদি কেউ চীন থেকে দেশে আসে এবং আসার ২ সপ্তাহের মধ্যে সর্দি কাশি ও শরীর ব্যাথা তাহলে সরকারের নিদের্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা রাখা হয়। রাতে তার রক্ত ও কফ পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে। যদি পরীক্ষায় নিরীক্ষা করার পর করোনা ভাইরাসের লক্ষণ না থাকে তাহলে তাকে রিলিজ দেয়া হবে। ওসি মাসুক আলী জানান, হাসপাতালে ভর্তি হয়ে পালিয়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাকে খবর দিয়ে এনে হাসপাতালে রাখা হয়েছে। বাকি ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করবেন। আমাদের কিছুই করার নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর