ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : চুনারুঘাটের গ্রামগঞ্জের বাতাসে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল। শীত শেষে প্রকৃতিতে এখন ফাগুন মাস, বসন্তকাল। আম গাছ এখন মুকুলে ভরা। তাই বাতাসে বইছে মুকুলের ঘ্রাণ। উপজেলায় প্রায়ই গাছেই এখন আমের মুকুল।
সোনারাঙা সেই মুকুল সুবাস ছড়িয়ে দিচ্ছে বাতাসে। কিছুদিনের মধ্যে প্রতিটি গাছ ভরে যাবে গুটি আমে। মৌমাছি ব্যস্ত মধু সংগ্রহে। ফাগুনের ছোঁয়ায় পলাশ, শিমুল বনে লাল রঙের ছোঁয়া লেগেছে। রঙিন ফুলের সমারোহে প্রকৃতি যেন সেজেছে বর্ণিল সাজে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায়ই গাছেই আমের মুকুল এসেছে।
কিছু দিনের মধ্যে গুটি বা ছোট আম চলে আসবে। কিন্তু এবার বেশিকাংশ আম গাছেই মুকুল দেখা যায়নি। এব্যাপারে চুনারুঘাট কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার জানান, আম গাছ পরিচর্য়া ও মুকুলে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে ওষুধ ও স্প্রে ব্যবহারের পরামর্শ এবং আমচাষিদের উন্নত আমচাষ ও আমবাগান তৈরীর পরামর্শ দেন তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech