বিএনপির সমাবেশ-মানববন্ধন স্থগিত

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

বিএনপির সমাবেশ-মানববন্ধন স্থগিত

ডেস্ক প্রতিবেদন :: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গণজমায়েত হয় এমন অনুষ্ঠান স্থগিত করার পর এবার বিএনপিও স্থগিত করেছে দলটির পূর্ব ঘোষিত সমাবেশ ও মানববন্ধন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (১১ মার্চ) সারা দেশে যে সমাবেশ ডাকা হয়েছিল। তবে করোনাভাইরাসের কারণে এ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে বলে ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। মির্জা ফখরুল বলেন, সমাবেশ স্থগিতের পাশাপাশি মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে যে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটিও বাতিল করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর