নবীগঞ্জের বিজনা নদী থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

নবীগঞ্জের বিজনা নদী থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের শতক মালিটিলা (বিজনা নদীর পাড়) থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকার রাস্তা ভেঙ্গে জনচলাচল বন্ধ সহ মাটি ধ্বসে যে কোন দুর্ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে।
এ ব্যাপারে শতক মালিটিলা গ্রামের মোঃ আব্দুল কাইয়ুম নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, মৃত তেরা মিয়ার পুত্র কদ্দুস মিয়া ও মৃত আফছর উল্লাহর পুত্র মোঃ আব্দুল মিয়া শতক মালিটিলা (বিজনা নদীর পাড়) থেকে গত ৩ মার্চ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন জনের বিটে ভরার কাজে বিক্রি করছে। এতে হাজার হাজার টাকা অবৈধ পথে কামাই করছে। অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
অভিযোগে বলা হয়, শতক মালিটিলার পাড়ে অবস্থিত সৈয়দাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা-যাওয়া বা খেলাধুলার সময় পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে। মাটি উত্তোলনের কারণে মালিটিলা পাড়ের রাস্তা ভেঙ্গে এলাকার জনসাধারণের চলাচল হুমকীর সম্মূখীন হয়ে পড়বে। পানি ব্যবহারের জায়গা কেটে ফেলায় এলাকার লোকজনকে গোসলসহ পানি ব্যবহারে অসুবিধার পড়েছে। অভিযোগে মালিটিলা থেকে মাটি উত্তোলন বন্ধ ও অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন বলেন অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুক ব্যাবস্থা গ্রহন করবো।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর