নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও নামক স্থানে এনা পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
খরব পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, নবীগঞ্জ থানা পুলিশ, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

.
জানা গেছে, সোমবার রাত সোয়া ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস ও পানিউমদা থেকে ছেড়ে যাওয়া আউশকান্দিগামী একটি সিএনজি অটোরিকশার কুড়াগাঁও নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের সমছু মিয়া (৫৫) ও পানিউমদা গ্রামের সুমেল মিয়া নিহত হন। এ সময় সিএনজিচালক বুলবুল মিয়াসহ ২ জন গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

.

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর