হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। রবিবার (২২ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে।

.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের সাবেক মেম্বার মনু মিয়ার সঙ্গে বর্তমান মেম্বার বাহার উদ্দিনের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে রবিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নজরুল নিহত হন। সংঘর্ষে আহত হন ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর