ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরো ১৩ জন। সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত ল্যাবে আজ মোট ১৮০ জনের সমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট আসে নেগেটিভ এবং ১৩ জনের রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ সিলেট অঞ্চলে নতুন করে আরো ১৩ জন করোনা আক্রান্ত হলেন। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯৭ জন।
আক্রান্তদের মধ্যে সিলেটের ২ জন ও সুনামগঞ্জের ১১জন রয়েছেন বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ।
এর আগে ২৬ এপ্রিল রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত ল্যাবে আজ মোট ১৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৫৭ জনের রিপোর্ট আসে নেগেটিভ এবং ৮ জনের রিপোর্ট আসে পজেটিভ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech