ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মে ২, ২০২০
নিজস্ব প্রতিবেদক:: সিলেট বিভাগে আরো ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (২ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ তথ্য জানিয়েছেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি বলেন, আজ মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে, বাকী ৯০ জনের রিপোর্ট নেগেটিভ। এর মধ্যে হবিগঞ্জের লাখাই ও বাহুবলের দুইজন ও মৌলভীবাজারের দুইজন। তবে সিলেট ও সুনামগঞ্জের নতুন করে কেউ সনাক্ত হননি।
এ নিয়ে সিলেট বিভাগে মোট ২২৯ জন করোনা সনাক্ত হন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech