সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিখোঁজ, উদ্ধার কাজ করছে সিলেট থেকে আসা ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিখোঁজ, উদ্ধার কাজ করছে সিলেট থেকে আসা ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা
এম এ সাঈদ : সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেট থেকে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাও নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা ৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। বাকিরা বাসের ভিতরে আটকা পড়েছেন। এদিকে ভিতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর