হবিগঞ্জে তিন ব্রিক ফিল্ডকে জরিমানা

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১

হবিগঞ্জে তিন ব্রিক ফিল্ডকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
স্বাভাবিকের চাইতে ইটের সাইজ ছোট করার কারণে হবিগঞ্জের সদর ও বাহুবলে তিন ব্রিক ফিল্ডকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯।

 

অভিযানে এন আর বি ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স নিউ মেট্রোব্রিকসকে ৫০ হাজার ও নিউ সুজাত ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর এএসপি এ.কে.এম কামরুজ্জামান ও হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক দেবানাদ সিন্হা।

 

র‌্যাব-৯ এর এএসপি একেএম কামরুজ্জামান বলেন, ব্রিকফিল্ডগুলো স্বাভাবিকের চাইতে ইটের সাইজ ছোট দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। তাই এই তিন ইটভাটার মালিককে ১ লক্ষ ৪০ হাজার জরিমানা করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর