ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুর থেকে ২৮ কেজি গাঁজা ও ৫২ বোতল ফেন্সিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এসময় মাদক বিক্রির ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর লামুয়া গ্রামের মো. বাহার মিয়ার ছেলে মো. জালাল মিয়া (৩২) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজোড়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে মো. জাকির হোসেন। রোববার দুপুরে র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) সংশ্লিষ্টরা এ তথ্য জানান।
এর আগে শনিবার (৬ মার্চ) রাত ৯টায় পৃথক অভিযানে মাধবপুরের ৭ নং জগদীশপুর ইউপির মুক্তিযোদ্ধা চত্বরের সামনে থেকে ২৮ কেজি গাঁজা এবং মাধবপুরে পানসী রেস্টুরেন্টের সামনে থেকে ৫২ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ১১ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে, মাদকসহ আটকের ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামতসহ আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech