ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে ৩০ হাজার কুকুরকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বিড়ালকেও এ টিকা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ টিকা প্রদান চলবে একটানা ১৫ মার্চ পর্যন্ত, জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম সুপারভাইজার রাসেল আহমেদ।
তিনি বলেন, অভিজ্ঞ মাঠকর্মীরা জেলা, উপজেলা, হাট-বাজার, গ্রাম ও পাড়ায় পাড়ায় গিয়ে কুকুরের পাশাপাশি বিড়ালকেও টিকা প্রদান করছেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদ্দাম হোসেন বলেন, জলাতঙ্ক রোগ প্রতিরোধে শায়েস্তাগঞ্জ পৌরসভা ও তিনটি ইউনিয়নে অন্তত ২ হাজার কুকুরকে টিকা দেওয়া শুরু হয়েছে। একইভাবে জেলার অন্যান্য উপজেলায়ও টিকা প্রদান করা হচ্ছে।
তিনি জানান, জলাতঙ্ক রোগ হলে বাঁচা কঠিন। এ রোগের ওষুধ এখনো তৈরি হয়নি। কুকুর, বিড়াল, শিয়ালসহ বিভিন্ন প্রাণির মাধ্যমে এ রোগ ছড়ায়। তাই বর্তমান সরকার জনস্বার্থে এ টিকাদানের কর্মসূচি গ্রহণ করেছে। টিকাটি প্রয়োগের মাধ্যমে কুকুরসহ অন্যান্য প্রাণিগুলো জলাতঙ্ক মুক্ত হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech