ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পত্রিকা এজেন্ট সুশংকর দেবনাথ(২৮)। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনার পর চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পথে তিনি মারা যান।
মাধবপুর পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও মাধবপুর পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের ছোট ছেলে সুশংকর তার এক বন্ধুকে নিয়ে চট্টগ্রামের চন্দনায় তীর্থস্থানে যান। সেখান থেকে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছেন। সেখান থেকে মোটরসাইকেলযোগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মাধবপুর ফেরার পথে ঘাটুরা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
নিহতের ভাই শংকর জানান, প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুশংকর তার বাবা অসুস্থ হওয়ার পর থেকে পত্রিকার ব্যবসা দেখাশোনা করতেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech