ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১
ফাইল ছবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বিজয়ের কণ্ঠ ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সময়ের থেকে অনেক অগ্রসর একজন নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন মানবাধিকার ও শোষণের বিরুদ্ধে চ্যাম্পিয়ন একজন নেতা।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজের চতুর্থ পর্বের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বান কি মুন ১৯৭২ সালে ভারতের দিল্লিতে দক্ষিণ কোরিয়া দূতাবাসে একজন জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য দিল্লি থেকে যে রিপোর্ট পাঠানো হয় তার খসড়া আমি লিখেছিলাম।
তিনি বলেন, আমার ফাউন্টেইন কলম দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দলিলে সই হয়। আমি এখনও কলমটি স্যুভেনিয়র হিসেবে রেখে দিয়েছি।
বঙ্গবন্ধু যে ভিশন রেখে গেছেন তার কন্যা শেখ হাসিনা সেই পথ ধরে এগুচ্ছেন এবং বাংলাদেশ দ্রুত অগ্রসরমান দেশগুলোর একটি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ একটি উদাহারণ স্থাপন করেছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু মোকাবিলার কথা আমি সব জায়গায় বলে থাকি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech